ফরিদপুর জেলা শহরে দশটি নির্ধারিত স্থানে মাইক্রো স্ট্যান্ড , শোভারামপুর বটতলা (রেললাইন সংলগ্ন), চক বাজার (লঞ্চঘাট), টেপাখোলা বাজার, চুনাঘাটা বাজার (ব্রীজ সংলগ্ন), ষ্টেশন বাজার, বদরপুর বাজার, সরকারি কমার্স কলেজ সংলগ্ন মার্কেট, কোমরপুর বাজার, অম্বিকাপুর বাজার খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত নিম্ন আয়ের মানুষের জন্য প্রতি কেজি ৩০ টাকা মূল্যে চাল ও প্রতি কেজি ২৪ টাকা মূল্যে আটা বিক্রয় করা হচেছ। একজন ব্যক্তি প্রতিদিন সর্বোচ্চ ৫(পাঁচ) কেজি চাল ও ৫ কেজি আটা ক্রয় করতে পারবেন। প্রতিদিন সকাল ৯.০০ঘটিকা হতে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত অথবা চাল/আটা বিক্রি শেষ না হওয়া পর্যন্ত বিক্রয় কার্যক্রম চালু থাকবে। সপ্তাহে শুক্রবার ও শনিবার এবং সরকারি ছুটির দিন ব্যতিত অন্যান্য দিন চাল/আটা বিক্রয় কার্যক্রম চালু থাকবে। পরবর্তী সরকারি ঘোষনা না আসা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিটি ডিলারের দোকানের জন্য তদারকি কর্মকর্তা নিয়োগ করা আছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS