জেলার সদর ও চরভদ্রাসন উপজেলায় বছরে ৫ মাস (মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর) খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে মাসিক ৩০কেজি চাল বিরতণ করা হয়। সদর উপজেলায় মেসার্স বর্ষা অটো রাইস মিল ও চরভদ্রাসন উপজেলায় মেসার্স রিম্মি রাইস মিল পুষ্টিচাল মিশ্রণ করে ডিলাদের নিকট পৌছে দেয়ার পর ডিলারগণ কার্ডধারী উপকারভোগীদের মাঝে বিতরণ করে থাকেন। তাছাড়া মেসার্স বর্ষা অটো রাইস মিল কর্তৃক সালথা ও মধুখালী উপজেলায় ভিজিডি কর্মসূচিতে পুষ্টিচাল বিতরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস